প্যানেল মেয়রের স্ত্রীর জানাজায় অংশ নিলেন ডিএসসিসি মেয়র

রাজধানী

নিজস্ব প্রতিনিধি : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. শহিদ উল্লাহ’র সহধর্মিনী রাশিদা খাতুনের জানাজায় অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।


বিজ্ঞাপন

আজ বাদ জুমা গেন্ডারিয়ার লোহারপুল জামে মসজিদে রাশিদা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রাশিদা খাতুনের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, তিনি খুবই সহজ-সরল মানুষ ছিলেন, খুব সহজে মানুষকে আপন করে নিতে পারতেন। তাঁর এই সরলমনা মানবিক গুণাবলির কারণেই তাঁর স্বামীর রাজনৈতিক পদচারণা সহজ হয়েছে। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।

শোক বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে মরহুমা রাশিদা খাতুনের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের রেখে গেছেন।