সিরিজ জয়ে টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ক্রিকেট খেলাধুলা জাতীয়

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট দল।


বিজ্ঞাপন

এজন্য খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন ম যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ।


বিজ্ঞাপন

শুক্রবার উপলক্ষ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিজয়ী দলের প্রতি এক অভিনন্দন বার্তা প্রেরণ করেন।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করায় আমি আনন্দিত ও গর্বিত।

তিনি জানান, আমি আশা করি আগামী ম্যাচও জিতবে বাংলাদেশ ক্রিকেট দল। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি।