নিজস্ব প্রতিবেদক : শুক্রবার দক্ষিণ সুরমা থানাধীন নাজির বাজারস্থ ঈদগা বাজার রোড ময়নুল এন্ড আরিয়ান রেষ্টুরেন্টের ভিতর মাদক ক্রয়-বিক্রয় করিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া এসআই(নিঃ)/লিটন চন্দ্র দত্ত, এএসআই(নি:)/মোঃ মোখলেছুর রহমান, এএসআই(নিঃ)/মোঃ আপন মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ তফুর আলী (৪৫) পিতা-মৃত তৈয়ব উল্লা, সাং- ঝাঝর, ২। আব্দুল কাদির (৪০) পিতা-মৃত মন্তাজ আলী, সাং-রাজাপুর, ৩। বেলাল আহমদ (৩০) পিতা-মৃত জহির উল্লা, সাং-ঝাঝর, সর্ব থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদেরকে আটক করেন। অতঃপর (১) আসামী তফুর আলীর পরিহিত গায়ের কালো রংয়ের জ্যাকেটের ডান পকেটে পলিথিন দ্বারা মুড়ানো ২৪(চব্বিশ) পুরিয়া গাঁজা এবং গাঁজা বিক্রয়ের নগদ ৯০০/- টাকা (২) আসামী আব্দুল কাদির এর পরিহিত লাল রংয়ের জ্যাকেট এর বাম পাশের পকেটে ০৯(নয়) পুরিয়া গাঁজা সহ সর্বমোট-৩৩ পুরিয়া গাঁজা, যাহার সর্বমোট ওজন অনুমান-২০০ গ্রাম, মূল্য অনুমান-(৩৩×১০০)=৩৩০০/-টাকা আসামীদের নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার পূর্বক জব্দ করেন। ৩নং আসামী বেলাল আহমদ (৩০) এর ব্যবসায়িক প্রতিষ্ঠান ময়নুল এন্ড আরিয়ান রেষ্টুরেন্টের ভিতরে বসিয়া তাহার সহযোগীতায় মাদক (গাঁজা) বিক্রয় করিয়া আসিতেছে। আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২২, তারিখ-২২/০১/২০২১খ্রিঃ ধারা- ২০১৮ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯ (ক)/৪১ রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।