নিজস্ব প্রতিনিধি : ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ আজ বুধবার (২৭/০১/২১) খুলনা সার্কিট হাউজে ‘ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত সমস্যা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন।
মাঠ পর্যায়ে ভূমি সংক্রান্ত কাজে প্রতিনিয়ত যে সমস্যা গুলোর সম্মুখীন হতে হয়, সে সমস্যাগুলো চিহ্নিত করে তার সম্ভাব্য সমাধানের লক্ষ্যে সুপারিশমালা প্রণয়নের উদ্দেশ্যে খুলনা বিভাগের ভূমি রাজস্ব প্রশাসনের কর্মকর্তাগণের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় রাজস্ব প্রশাসনের কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে তাঁদের কাজ করার অভিজ্ঞতার আলোকে সুপারিশমালা তুলে ধরেন।
পর্যায়ক্রমে সকল বিভাগের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে এ উদ্যোগ চলমান থাকবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।