নিজস্ব প্রতিনিধি : সরকার কর্তৃক অনুমোদনহীন নকল গিজার উৎপাদনকারী প্রতারক চক্রের ০৩ (তিন) সদস্য গ্রেফতার করা হয়েছে।
মামলা দায়ের : কামরাঙ্গীচর (ডিএমপি) থানার মামলা নং-২১, তারিখ: ১১-০২-২০২১ খ্রিঃ, ধারা-৪০৬/৪১৭/৪১৮/৪৮২/৪৮৬/১০৯ পেনাল কোড, ১৮৬০।
মডাস অপারেন্ডি : সরকারের অনুমোদন ব্যতিত স্থানীয় পর্যায়ে কোন প্রকার মান নিয়ন্ত্রণ না করে নকল গিজার উৎপাদন ও বিপনন করার অপরাধ।
উদ্ধারকৃত মালামাল : ARIOSTON Enginearing geyser লেভেল লাগানো বড় ১০ (দশ) টি গিজার, ATISTON Electric Water heater (Think Comfort), লেভেল লাগানো ০৭ (সাত) টি গ্যালন, City Gold Water Heater বড় ০২ (দুই) টি গিজার, স্টিকার ছাড়া বড় ১১৩ (একশত তের) টি গিজার এবং নকল গিজার তৈরীর বিপুল পরিমাণ যন্ত্রপাতি।
অপারেশন : ঢাকা মেট্রো দক্ষিণ, টীম নং- ০৫ ও ০৬।
গ্রেফতারের স্থান : ডিএমপি’র কামরাঙ্গীরচর থানাধীন নোয়াগাঁও এলাকার আমজাদ গ্রীল এন্ড গিজার কারখানা হতে।