সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই প্রবাহনী ছাত্র সংঘ কর্তৃক আয়োজিত বড়শরা ও খাগুরিয়া গ্রামবাসীর সহযোগীতায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বড়শরা গুঠুর মোড়ে এ ফাইনাল খেলায় যমুনা ব্রিকস ও মেসার্স বাবা ট্রেডার্স এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বিজয় টিভির সরিষাবাড়ী প্রতিনিধি ও ঝিনাই ছাত্র সংঘের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন।খেলার উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ লতিফ।এতে মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আনিছুর রহমান জুয়েল এর পক্ষে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক।
এ সময় দৈনিক নবতান ও দি ডেইলী ডাইক পত্রিকার সম্পাদক মোফাজ্জল হোসেন,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন, বগার পাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন,উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি হাফিজুর রহমান,সাধারন সম্পাদক জাহিদুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নৌকা প্রতীকের মহাদান ইউপি চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হাসানুল হক রিপন তরফদার,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ঝিনাই প্রবাহনী ছাত্র সংঘের প্রতিষ্ঠাকালীনি সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন। খেলায় হাজার হাজার দর্শক সমবেত হয। প্রতিটি খেলায় ইমামি বাংলাদেশ লিঃ এর এস.পি.ও মোঃ নজরুল ইসলাম রাঙ্গা বাবু সহ বিভিন্ন জনের সৌজন্যে আকষর্ণীয় সেরা দর্শক সম্মাননা প্রদান ও সেরা খেলোয়াড় দের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
যমুনা ব্রিকস বনাম মেসার্স বাবা ট্রেডার্স মধ্যকার খেলায় জাতীয় দলের খেলোয়াড় অংশ নেয়। যমুনা ব্রিকস এর পক্ষে শুভ-উর্মি ও মেসার্স বাবা ট্রেডার্স এর পক্ষে ওহিদুল-স্মৃতি প্রতিযোগীতায় অংশ গ্রহণে যমুনা ব্রিকস বিজয় লাভ করে। আয়োজক ঝিনাই প্রবাহনী ছাত্র সংঘের সভাপতি জহুরুল ইসলাম রাজু, সহ-সভাপতি নজরুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক সোহানুর রহমান, যুগ্ম সম্পাদক জসিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজুয়ানুল ইসলাম রেজু, অর্থ সম্পাদক রাজু আহমেদ মিলন, দফতর সম্পাদক রাজিবিল্লাহ রাজ, ক্রীড়া সম্পাদক সোহাগ আহমেদ, সদস্য মনি, শাহীন, আবু সাঈদ, সৈকত ইয়ামিন আকন্দ সৈকত, হিমেল, নাজমুল হাসান, সজিব, মহসিন প্রমুখ। ঝিনাই প্রবাহনী ছাত্র সংঘটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, কার্য নির্বাহী কমিটি ও সদস্যগণ ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা সহ বড়শরা ও খাগুরিয়া গ্রামের আন্তরিক সহযোগীতায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি মনোরম পরিবেশ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সকলকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।