ঝিনাইদহ প্রতিনিধি : অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় দালালসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী পদ্মপুকুর ও বেতবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, ‘সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে পৃথক দুটি অভিযান চালায় বিজিবি। এসময় উপজেলার লড়াইঘাট বিওপি এলাকার পদ্মপুকুর থেকে পাঁচজন ও যাদবপুর বিওপি এলাকার বেতবাড়িয়া থেকে তিনজনকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘এদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে। তারা বাগেরহাট, যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এসময় একটি মোটর চালিত ভ্যানগাড়িসহ আল মামুন নামে এক দালালকেও আটক করা হয়।’
এর আগে ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোরে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় এক ভারতীয় নারীসহ ২১ জনকে আটক করে বিজিবি।