কেএমপি’তে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

খুলনা

নিজস্ব প্রতিনিধি : সোমবার কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহামান ভূঞা মহোদয় এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় কেক কাটার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেন।


বিজ্ঞাপন

সারাদেশের মতো কেএমপি’তেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এবার নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব।’

উক্ত নারী দিবসের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান (বিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ কেএমপি’তে কর্মরত নারী পুলিশ অফিসারবৃন্দ।