নিজস্ব প্রতিনিধি : ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ১টি পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর পরীবাগ ও শাহবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
সোমবার ঢাকা মহানগরীর পরীবাগ এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স পূর্বাচল ট্রেডার্স এর ০২টি অকটেন ও ০১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিট সীলবিহীন অবস্থায় ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। এছাড়া শাহবাগ এলাকার মেসার্স মডেল সার্ভিস সেন্টার পরিদর্শনকালে পাম্পে ব্যবহৃত সবগুলো ইউনিট পরিমাপে সঠিক পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাল আল মামুন ও পরিদর্শক মোঃ আল হাসনাত অংশগ্রহণ করেন।