নড়াইল জেলা পুলিশের মাস্ক বিতরন

সারাদেশ

মো:রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইলে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় নড়াইল জেলা পুলিশের মাস্ক বিতরনসহ সচেতনাতা মূলক প্রচার প্রচারনা করে জনগণকে নচেতন করতে নড়াইল জেলা পুলিশ তৎপর।
কোভিড ১৯ দ্বিতীয় ওয়েব মোকাবেলায় জেলা পুলিশের আয়োজনে নড়াইলে সাস্থ্যসামগ্রী বিতারণ হয়েছে।
(২২মার্চ) সোমবার বিকালে নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাস্থ্যসামগ্রী বিতরনেরর পরে বক্তব্য রাখেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার),
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃরিয়াজুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে বাস মালিক সমিতি ও ইজি বাইক মালিক সমিতির সভাপতির কাছে মাস্ক বিতরনসহ সকল যাত্রীগণদের মাস্ক পরিধানের অনুরোধ করেন পুলিশ সুপার।
এছাড়া শহরের রুপগন্জ এলাকায় যানবাহনের চালক,যাত্রি,পথচারিদের মাঝে সুরক্ষা মাস্ক বিতরন করেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
নড়াইলের বিভিন্ন ওলি গলি পরিদর্শন করে সকলকে মাস্ক পরিধানসহ সকলকে মাস্ক পরে সুস্থ্য থাকার প্রচারনা করেন নড়াইল জেলা পুলিশ।


বিজ্ঞাপন