নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব জীবন বড়ুয়ার নেতৃত্বে ২১/০৩/২০২১ ইং তারিখ বিকেল আনুমানিক ৩.০০ ঘটিকায় কক্সবাজার সদর মড়েল থানাধীন লালদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ কাইছার হামিদ(২৬), পিতা-ছৈয়দ হোসেন, মাতা-দিল ফুরুজ, সাং-নাক্ষ্যাইংছড়ি স্কুলপাড়া , ওয়ার্ড-০১, ইউপি-নাক্ষ্যাইংছড়ি সদর ইউপি, থানা- নাক্ষ্যাইংছড়ি, জেলা- বান্দরবান এবং ২) হোসনে মোবারক (৩০),পিতা-মৃত হাজী আবদুল গফুর, মাতা- মৃত জহুরা বেগম, সাং-ব্যবসায়ি পাড়া, কলেজ গেইট,ওয়ার্ড-০২, ইউপি-নাক্ষ্যাইংছড়ি সদর ইউপি,থানা- নাক্ষ্যাইংছড়ি ও জেলা- বান্দরবান নামীয় দুইজন কুখ্যাত মাদক বিক্রেতাকে ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ আটক করা হয় । প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তি মোহাম্মদ কাইছার হামিদ (২৬) ও মোবারক হোসেন (৩০) উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮(সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একইদিন অপর একটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব জীবন বড়ুয়ার নেতৃত্বে বিকেল আনুমানিক সাড়ে ০৫.০০ ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন লিংক রোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১) মোঃ আলম (২১), পিতা- জাহিদ হোসেন , মাতা-মালেকা খাতুন , সাং-কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-০১, ব্লক-C1,হেডমাঝি – আয়াতুল্লাহ, সাইড মাঝি-আবু তৈয়ব,থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এবং ২) আবদুল হামিদ (২৫), পিতা আবদুল কাদের,মাতা-ফাতেমা খাতুন,সাং- কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প-০১, ব্লক-G, হেড মাঝি-শফি উল্লাহ,সাইড মাঝি-রফিক,থানা – উখিয়া, জেলা – কক্সবাজার নামীয় দুইজন রোহিঙ্গা মাদক বিক্রেতা কাছ থেকে ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার ও জব্দ করা হয় । উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বাদী হয়ে আটককৃত ব্যক্তিদেরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮(সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।