কেএমপি’র পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

খুলনা

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় এঁর সভাপতিত্বে কেএমপি’র পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে গ্রান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত কল্যাণ সভায় আইজিপি কাপ শুটিং কমপিটিশন এ কেএমপি’র শুটিং টিম কর্তৃক প্রাপ্ত রানার্স আপ কাপ কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয়ের হাতে তুলে দেন অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মোঃ মারুফাত হোসেন।

এ-সময় কল্যাণ সভায় কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় পুলিশ সদস্যদের বিভিন্ন দাবী ও প্রত্যাশা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। তাছাড়া আইজিপি মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে কেএমপি’র পুলিশ কল্যাণ তহবিল গঠনের বিষয়ে পুলিশ সদস্যদের মতামত নেয়া হয়।

কমিশনার মহোদয় বর্তমান করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ধাপ থেকে সুস্থ্য থাকার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

উক্ত কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান (বিপিএম); ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনার ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সহিদ হোসেন মো: নূর আফজাল-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও ফোর্স।