২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার ভোর-রাত ০৩.১৫ ঘটিকায় অত্র কোতোয়ালী মডেল থানাধীন হিয়াবরন মোল্লাপাড়া আক্তার মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে সংবাদ প্রাপ্ত হইয়া এস.আই (নিঃ) টি.এম আল-আমিন, ইনচার্জ, লামাবাজার পুলিশ ফাঁড়ী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল কাতোয়ালী মডেল থানাধীন হিয়াবরন মোল্লাপাড়া আক্তার মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ১। জুমন উদ্দিন (২৮), পিতা-গিয়াস উদ্দিন, মাতা-মৃত মিনা বেগম, সাং-ব্লক-ডি, বাসা নং-২৩, মোকামবাড়ী বাজার, থানা-কোতোয়লী, জেলা-সিলেট, এ/পি- হিয়াবরন মোল্লাপাড়া (আক্তার মিয়ার বাড়ী), থানা-কোতোয়লী, সিলেট, ২। রুপা বেগম (২৬), পূর্বের স্বামী-দুলাল আহমদ তুহিন, বর্তমান স্বামী- জুমন উদ্দিন, পিতা- বদরুল ইসলাম ওরফে বদর ইসলাম, মাতা- সায়রা বেগম, সাং- বাসা নং- ৮৮, ভাতালিয়া, থানা-কোতোয়লী, জেলা-সিলেট, এ/পি- হিয়াবরন মোল্লাপাড়া (আক্তার মিয়ার বাড়ী), থানা-কোতোয়লী, সিলেটদ্বয়কে গ্রেফতার করেন এবং তাহাদের হেফাজত হইতে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয় লব্দ নগদ ১৬,০৪০/- (ষোল হাজার চল্লিশ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন
👁️ 22 News Views