নিজস্ব প্রতিনিধি : বুধবার কোতোয়ালী মডেল থানাধীন শাহী ঈদগাহ পয়েন্টে ধারালো চাকু দ্বারা ভয়ভীতি প্রদর্শন এবং ত্রাস সৃষ্টি করে মোবাইল সেট ছিনতাইয়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরপরই সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব এসএম আবু ফরহাদ এর দিক নির্দেশনায় দিবাকালীন সিয়েরা-৬১ ডিউটিতে এসআই(নিরস্ত্র)/নূর মোহাম্মদ তাপাদার সঙ্গীয় ফোর্সসহ বুধবার কোতোয়ালী মডেল থানাধীন কাজীটুলা জামে মসজিদের সামনে হতে চিহ্নিত ০১ জন ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃত ছিনতাকারীর নিকট হতে ছিনতাইকৃত ০১টি স্যামসাং (এ১০এস) মডেলের মোবাইল সেট, ছিনতাইকাজে ব্যবহৃত ০১টি ধারালো চাকু ও ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে আব্দুর রহমান (২১) বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৯, তাং-০৭/০৪/২০২১খ্রিঃ, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশোধনী ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়। উক্ত মামলায় ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা:
১। সজল দেব (২৭) পিতা- মৃত গোপাল দেব, মাতা- বিবারানী দেব, সাং-বোল্লারগাঁও, কলকলিয়াবাজার, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-বারুতখানা, সমতা-১১, পূর্ব জিন্দাবাজার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।