পেশাদার প্রতারক ভূমিদস্যু গাজীর প্রতারণায় নি:শ্ব সাধারণ মানুষ

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলার আমিনপুর থানার রাণীনগর ইউনিয়নের বৃ-মালঞ্চি গ্রামের (মৌজা. বিলগন্ডহস্তী, ডাকঘর. বাঘুলপুর-৬৬৮২, বেলতলা মোড়ের কাছে বাড়ি) মো. মোন্তাজ আলী মিয়ার ছোট ছেলে মো. আনোয়ার হোসেন (গাজী, ঘওউ ঘঙ-৭৬১৮৩৫৭৩১৩৩৯৭) অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছে। মো. আনোয়ার হোসেন (গাজী) স্কুলের গন্ডি পার করতে না পারলেও প্রতারনার দিক দিয়ে এগিয়ে উচ্চতর ডিগ্রিতে। মো. আনোয়ার হোসেন (গাজী) পেশায় একজন কর্মহীন বেকার, মুলত কোনো পেশা না থাকায় বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে (গাজী নিজেকে ঢাকার বর্তমান উওএ হাবিবুর রহমান-এর সাথে, বড় ব্যাংক কর্মকর্তাদের সাথে, মন্ত্রণালয়ের সচিবদের সাথে তার ঘনিষ্ঠতার কথা প্রচার করে থাকেন) পাবনা ও ঢাকার কিছু অসৎ লোকের সহায়তায় বিভিন্ন ধরনের অপরাধ করে থাকেন। গাজীর এসব কাজে পাবনাতে সহযোগিতা করে থাকেন গাজীর বড় সম্বন্ধি বিপুল বিশ্বাস (পিতা-মৃত জলিল বিশ্বাস), ফুফাতো সম্বন্ধি কাশেম মন্ডলসহ (পিতা- আশকর মন্ডল) গাজীর চাচার ছেলেরা এবং ঢাকাতে গাজীকে অবৈধকাজে সহযোগীতা করে থাকেন কাশেম মন্ডলের সম্বন্ধি নওশেরসহ (পিতা-মন্তাজ সরদার) আরো অনেকে। গাজীর প্রতারণায় যারা সর্বশান্ত হয়েছেন তাদের মধ্যে শিহাবউদ্দিন (মিরপুর মাজার রোড), হুমায়ন মোর্শেদকে (পিতা-আলী আহম্মেদ ৮৮, আরামবাগ) ফ্রান্স-এ পাঠানোর কথা বলে দুই লক্ষ পঞ্চাশ হাজার (২,৫০,০০০) টাকা নিয়েছে, রাজ্জাক খান (পিতা-মৃত তফিজ উদ্দিন খান রাণীনগর, আমিনপুর, পাবনা) এর কাছ থেকে বিভিন্ন সময়ে দশ লক্ষ (১০,০০,০০০) টাকা, পাবনার ইসমাঈল হোসেন (রাণীনগর), আইনুল হক (কাশিনাথপুর), আলতাফ (বেড়া থানার সাবেক কৃষি ব্যাংকের ম্যানেজার), মেরি বিশ্বাস (বাদাই, রাণীনগর), লালমিয়া (কাজিরহাট), পাবনা শহরের আরও একজনসহ অনেকের কাছ থেকে কোটি টাকার উপরে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। এছারাও গাজীর নামে পাবনা-ঢাকার একাধিক থানায় (ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানা, মিরপুর মডেল থানা, পল্লবী থানা, দক্ষিণ খান থানা, পাবনার আমিনপুর থানা) জিডি, অভিযোগ, চেক-এর প্রতারণার, জাল দলিলের ও পাওনাদারদেরকে হত্যা চেষ্টার মামলা আছে। জিডি নং- ১৩০৮, তারিখ . ১৫/০৩/২০২০ ইং, মিরপুর মডেল থানা (মিরপুর-০২), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা। ঢাকাতে পল্লবী আমলী আদলত নং-০৪, সিআর ৩৫৩/২০ নং চেকের মামলা ও সিআর ১৮০/২০ নং চেকের মামলা। পাবনা জজ কোর্টে জাল দলিলের মামলা নং- অপর প্রকার ০৭/২০১১ সুজানগর উপজেলা সিনিয়র সহকারী জজ আদালত, পাবনা। মামলা নং- অপর প্রকার ৪৮/২০১১ সুজানগর উপজেলা সিনিয়র সহকারী জজ আদালত, পাবনা। মামলা নং-৩৩/১৩ পাবনা যুগ্ম জেলা জজ আদালত পাবনা।


বিজ্ঞাপন