৩২,৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রোববার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর হ্নীলা বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ উপজেলাধীন হৃীলা পশ্চিম শিকদারপাড়া এলাকায় হৃীলা বিওপি হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ পশ্চিমে কাঠের ‘স’ মিলের পার্শ্বে মোঃ রাশেদ মিয়া (১৯) এর পানের দোকানে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে লুকায়িত আছে। উক্ত সংবাদের ভিতিত্তে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হৃীলা বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করতঃ উল্লেখিত দোকানে তল্লাশী অভিযান পরিচালনা করে। আনুমানিক ১০৪০ ঘটিকায় তল্লাশীকালীন দোকানের ডিপ ফ্রিজের পিছনে আঁড়ে লুকায়িত অবস্থায় ইয়াবা ভর্তি একটি বড় আকারের প্যাকেট পাওয়া যায়। টহলদল উক্ত প্যাকেটটি খুলে গণনা করে ৯৭,০৫,০০০/- (সাতানব্বই লক্ষ পাঁচ হাজার) টাকা মূল্যমানের ৩২,৩৫০ (বত্রিশ হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। আটককৃত আসামীর নাম ও ঠিকানা হলো- মোঃ রাশেদ মিয়া (১৯), পিতা-জহুর আলম, গ্রাম-হৃীলা শিকদারপাড়া, ডাকঘর-হৃীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।


বিজ্ঞাপন

আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।