TCB এর পন্য বিক্রির নামে চলছে দুর্নীতি

জীবন-যাপন

নিজস্ব প্রতিনিধি : TCB এর পন্য বিক্রির নামে চলছে দুর্নীতি ,,,রমজানে গরিব মানুষেরা যাতে কম দামে পন্য কিনতে তার জন্য TCB এর পন্য বিক্রি হয়৷ কিন্তু এখানে তারা ৬ টি পন্য এর কম বিক্রি করবে না (তেল ৪ কেজি +চিনি ২kg + ডাল ১ কেজি + পেয়াজ ৪ কেজি + ছোলা ৩ কেজি + খেজুর ১ কেজি) = মোট দাম ৯০০ টাকা,, লকডাউনে যেখানে দুবেলা খাবার মানুষ ঠিকমত পায়না,,, একজন গরীব মানুষের পক্ষে একদিনে ৯০০ টাকা দিয়ে পন্য কেনা সম্ভব???? এটা কোন ধরনের ডাকাতি?? TCB এর পন্য কি তাহলে দিনমজুর / সাধারণ মানুষেরা কিনতে পাবে??? দিনমজুররা দিনে ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা আয় করে সেখানে তারা ৯০০ টাকা কোথায় পাবে?? ক্রেতা যদি বলে আমি দুটি পন্য কিনবো TCB ডিলার তা দিতে রাজি না তারা বলেন কিনলে ৬ টি পন্য কিনতে হবে। ক্রেতার সাথে তারা খারাপ ব্যবহার করেন। প্রশাসনের কাছে অনুরোধ করছি ব্যবস্থা নেয়ার জন্য। এ ধরনের দূর্নীতি আর কতদিন দেখতে হবে???


বিজ্ঞাপন