গুলি-আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রোববার রাত ০২.৫৫ ঘটিকার সময় ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ধৃত আসামী মো: ইমামুল হোসেন জিয়া (২৭), পিতা-মো: শফিকুল ইসলাম, মাতা-লায়লা বেগম, সাং-আখালিয়া, নোয়াপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট এর নিকট হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জনাব মো: মাইন উদ্দিন খান, সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই/স্নেহাশীষ পৈত্য, এসআই/কল্লোল গোস্বামী, এসআই/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম, এএসআই/আমিনুর রহমান, এএসআই/বোরহান, এএসআই/সঞ্জয় চন্দ্র দে, এটিএসআই/মাজহারুল ইসলাম, এটিএসআই/শামীম আহমদ, টিএসআই/আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীণ ভার্থখলাস্থ সিলেট রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী চাঁন মিয়ার কলোনীর পিছনে ফুটপাতের উপর উপস্থিত হইয়া আসামী ১। মো: শাকিল আহমদ @ সাকিল আহমদ (৩০), পিতা-মৃত হাজী খুরশিদ মিয়া @ মৃত হাজী খুর্শিদ মিয়া, মাতা-নেহারুন নেছা, সাং-ভার্থখলা, স্বর্ণালী ব্লক-বি, বাসা নং-৫৬, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট কে গ্রেফতার পূর্বক তাহার পরিহিত চেক লুঙ্গির পিছনে গোজা একটি কালো রংয়ের কাপড়ের টুকরা দ্বারা মোড়ানো অবস্থায় ০১ (এক)টি অনুমান ০৮ ইঞ্চি লম্বা সচল রিভলবার, যাহাতে ট্রিগার এবং চেম্বার সংযুক্ত, যাহার চেম্বারে ০১ (এক) রাউন্ড গুলি সহ ০৫ (পাঁচ)টি গুলির খোসা লোড অবস্থায় পাওয়া যায়। যাহার হাতলে কালো কস্টেপ যুক্ত, যাহার গায়ে ইংরেজিতে অষ্পষ্ট ভাবে MADE IN USA NO 6 লিখা আছে এবং গুলির পিছনে ইংরেজিতে E লিখা আছে ২৫/০৪/২০২১খ্রিঃ তারিখ রাত ০৩.১৫ ঘটিকার সময় জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-৩০, তারিখ-২৫/০৪/২০২১খ্রি:, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ A রুজু করা হয়।


বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।


বিজ্ঞাপন