বিমান বাহিনীর চিকিৎসা সেবায় বিশেষ মেডিকেল ক্যাম্প

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : করোনাকালীন সময়ে বেসামরিক জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে গত ১৯ এপ্রিল ২০২১ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম ঘাঁটির নিকটস্থ মাইজপাড়া নামক স্থানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প চালু করেছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর দিক নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে দেশের করোনা সংকট মোকাবেলায় বেসামরিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি । এ ক্যাম্পের মাধ্যমে সাধারণ জনগণকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে। বিদ্যমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন