নিজস্ব প্রতিনিধি : লোহাগাড়া থানার এসআই (নি:)/গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ ৩০/০৪/২০২১খ্রি: সকাল ১০:৩০ টায় লোহাগাড়া থানাধীন উপজেলা গেইটের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ আসামী ১. আমির আহাম্মদ প্র: নয়ন মিয়া (২৭), আসামী ২. মোঃ শফিকুল ইসলাম সেলিম প্র: গুটি সেলিম (৩৩), ও আসামী ৩. জীবন আহম্মদ (২৮) দেরকে গ্রেফতার করে। এ সংক্রান্তে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।