নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে পবিত্র রমজানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির মানবিক মেয়র মোঃ আতিকুল ইসলাম এর পক্ষ থেকে খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টার এলাকায় ডিএনসিসি মেয়র পথশিশু, হতদরিদ্র, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
তিনি সম্পূর্ণ নিজের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন” এর মাধ্যমে আজ ডিএনসিসির ৬, ৭, ১৫, ১৭, ১৯, ২০ ও ৩২ নম্বর এই ৭টি ওয়ার্ডের প্রতিটির জন্য ৪ শত প্যাকেট করে সর্বমোট ২ হাজার ৮০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় ডিএনসিসি মেয়র বলেন, আগামীকাল থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত প্রত্যেক দিন ৯টি ওয়ার্ডের প্রতিটির জন্য ৪ শত প্যাকেট করে সর্বমোট ৩ হাজার ৬০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবগুলো ওয়ার্ডেই একইভাবে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।