নড়াইল থেকে মোঃ রফিকুল ইসলাম : গতকাল বৃহস্পতিবার১৩ মে, নড়াইলে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পুনাকের আয়োজনে শাড়ী বিতরণ করা হয়, খবর সংশ্লিষ্ট সুত্রের।
নড়াইলে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে ৬০ জন মহিলাকে শাড়ী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) বিকাল ৫:০০ টায় নড়াইল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেটে এ শাড়ী বিতরণ করা হয়। অনুষ্ঠানে পুনাকের সভানেত্রী রুনু দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, নড়াইল) তানজিলা সিদ্দিকাসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
সভানেত্রী রুনু দে তার বক্তব্যে বলেন, নারীদের কল্যাণে পুনাক সব সময় কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৬০ জন মহিলাকে শাড়ী বিতরণ করেছি। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।
পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৬০ জন নারীকে পুনাকের পক্ষ থেকে শাড়ী বিতরণ কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। তিনি এ কারণে পুনাকের সভানেত্রীকে ধন্যবাদ জ্ঞাপনসহ এ ধরনের কাজে জেলা পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।