খুলনা থেকে মামুন মোল্লা : খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৭,৭০০ (সাত হাজার সাতশত) টাকাসহ ০৪ (চার) জনকে গ্রেফতার করেছে, খবর সংশ্লিষ্ট সুত্রের।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াড়ী ০১) মোঃ বাবুল হাওলাদার(৩০), পিতা-মৃত: আনিস হাওলাদার, সাং-০৫ নং ঘাট, ব্লক-সি, রেলওয়ের সরকারী জায়গায় ঘর তুলে বসবাস, থানা-খুলনা সদর; ০২) মোঃ হাসান সরদার(৩৬), পিতা-মৃত: আজগর আলী সরদার, সাং-জুগিয়া বারখাদা, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া; ০৩) মোঃ খোকন মোল্লা(৫৫), পিতা-মৃত: আপেল উদ্দিন মোল্লা, সাং-ঘাট কলোনী, রেলওয়ের কোয়ার্টার্স, আসমার বাড়ীর ভাড়াটিয়া, থানা-খুলনা সদর এবং ৪) মোঃ বাদশা বেপারী(৪৫), পিতা-মোঃ ইউনুস বেপারী, সাং-০৫ নং ঘাট, ব্লক-সি, রেলওয়ের সরকারী জায়গায় ঘর তুলে বসবাস, থানা-খুলনা সদর।
খুলনা মহানগর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন পুরাতন রেলওয়ে ষ্টেশন, বাবু ফার্ষ্টফুড কর্ণার এর পাশে ফাঁকা জায়গায় হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত জুয়াড়ীদের নিকট হতে জুয়া খেলার সরঞ্জাম তাস ০৩ (তিন) সেট এবং নগদ ৭,৭০০ (সাত হাজার সাতশত) টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।