বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হলেন নায়ক আলমগীর

বিনোদন

বিনোদন প্রতিবেদক : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি দায়িত্ব গ্রহণ করলেন নায়ক আলমগীর। তিনি দীর্ঘদিন যাবত বন্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগের অন্গ সংগঠন বন্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথে জড়িত।


বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুন ) আওয়ামী লীগের নির্বাহী আদেশে বন্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি গঠন করা হয়।


বিজ্ঞাপন

সভাপতি আলমগীরের নির্দেশক্রমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী সিনিয়র সহ-সভাপতি রফিকুল আলমকে কার্যকরী সভাপতি দায়িত্ব করা হয়েছে। গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, সংগঠনের সাবেক সভাপতি অভিনেত্রী সারাহ বেগম কবরী’র মৃত্যুতে সভাপতির পদ শূন্য থাকায় সংগঠনের কার্যকরী সভাপতি চিত্রনায়ক আলমগীরকে সভাপতি এবং কন্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি মনোনীত করা হয়।

১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হলে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ সভাপতি ছিলেন চিত্রনায়ক আলমগীর। তিনি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।