বগুড়ায় ভর্তুকির সার পাচার কালে ৪ ডিলার আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সার কালোবাজারি ও চোরাচালানের সময় আদমদীঘির ৪ জন সারের ডিলারসহ মূলহোতা নন্দীগ্রামের সারের ডিলার রুহুল আমীনকে আটক করেছে র‍্যাব-১২,বগুড়া, এ খবর সংশ্লিষ্ট একটি সুত্রের।
কাহালু এলাকা হতে ৩৫০ বস্তা (১৭ টন) টিএসপি সারসহ ট্রাকউদ্ধার।


বিজ্ঞাপন

কালোবাজারি সিন্ডিকেট করে এই চক্র দীর্ঘদিন যাবৎ সারের ডিলারশীপের সুযোগে,সরকার হতে ভর্তুকি পাওয়া টিএসপি সার যা আদমদীঘি এলাকার কৃষকদের প্রাপ্য ছিল,বেশী মুনাফার লোভে অবৈধভাবে সান্তাহার সারের ডিপো হতে উত্তোলন করে নন্দীগ্রাম থানার সারের ডিলার রুহুল আমিনের নিকট বিক্রি করে দেয়।

আটককৃত আদমদিঘী উপজেলার সারের ডিলারদের নাম প্রকাশ করা হলো, আটককৃতরা যথাক্রমেঃ এমদাদুল হক, নওশাদ আলী, ফজলুল হক এবং এহসানুল করিম।

এধরণের কালোবাজারি চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে র‍্যাব ১২ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।