করোনা নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকায় শরীয়তপুর জেলা পুলিশ

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে শরীয়তপুর জেলা পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

শুক্রবার সকাল থেকেই সরকার কর্তৃক ঘোষিত লকডাউন বাস্তবায়ন এবং করোনা সংক্রমণ রোধে শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে শরীয়তপুর জেলা পুলিশ।

প্রতিদিনের ন্যায় আজও শরীয়তপুরে পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান এর নির্দেশে মাঠে আছে জেলা পুলিশের সকল ইউনিট।

জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। প্রয়োজন ব্যতীত বাহিরে অবস্থান করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা।

শরীয়তপুর শহরে এবং জেলার সকল থানা এলাকার জনসমাগম নিয়ন্ত্রন এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে সকাল থেকেই জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও সকল থানা পুলিশ আছে সতর্ক অবস্থানে।

এসময় সর্বসাধারণকে ঘরমুখী করতে সচেতনতামূলক প্রচারণা, অনুমতি বিহীন যানবাহন আটক সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।