স্কুলের প্রধান শিক্ষককে ভয়ভীতি প্রদর্শন করে দায়িত্ব পালনে বাধা, গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গত ২৫-৬-২১ ইং বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত লে.কর্নেল ইকবাল শফি ও প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিনের কাছে আবেদন করেন জনৈক মিয়া মোঃ হারুন খান। কিন্তু করোনার ভাইরাসের সংক্রমণকালীন সময়ে স্কুলে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজনে অনুমতি দেন নি তারা। তারপরও বিয়ের আয়োজন করলে দায়িত্বরত জেলা প্রশাসনের কর্মকর্তারা এসে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন।


বিজ্ঞাপন

উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ৩০-৬-২১ইং মিয়া মোঃ হারুন খান সঙ্গীয় অন্যান্যদের সহায়তায় স্কুলে এসে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের স্কুলের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় বাধা ও হুমকি ধমকি প্রদান করে।

উক্ত ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে নগরীর ডাবলমুরিং মডেল থানায় এজাহার দায়ের করেন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহসিন,পিপিএম এর নেতৃত্বে ডাবলমুরিং থানার টিম গত ০৩-০৭-২১ তারিখ ২১.০০ ঘটিকায় মিয়া মোঃ হারুন খানকে গ্রেফতার করেন।