নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস মহামারি জয় করে আমরা যখন স্বাভাবিক জীবনে ফিরে যাবো, সেই সময়টা তোমার কল্পনায় কীরকম? জলরং, গান, নাচ, আবৃত্তি বা অন্য যেকোন প্রতিভার মাধ্যমে তা জানিয়ে অন্যদের অনুপ্রেরণা যোগাও আর জিতে নাও আমাদের পেইজে ফিচার হওয়ার সুযোগ!
তোমার নাম, বয়স ও ঠিকানাসহ ভিডিও বা ছবিটি মেইল করো এই ঠিকানায়, 👉unicefdhaka@gmail.com, ফিরতি মেইলে তোমার জন্য অপেক্ষা করবে একটি ছোট্ট সারপ্রাইজ!