নড়াইলে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন

সারাদেশ

মো. রফিকুল ইসলাম, নড়াইল : সোমবার হতে করোনায় আক্রান্ত শাসকষ্ট রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়া শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নড়াইল ইউনিট।


বিজ্ঞাপন

বাসা-বাড়িতে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হলে রেড ক্রিসেন্ট সোসাইটির হটলাইনে ফোন দিলেই স্বেচ্ছা সেবকরা বাড়িতে পৌছে দিয়ে আসবে অক্সিজেন সিলিন্ডার। এ সেবা দিনরাত ২৪ ঘন্টা চালু থাকবে।

সোমবার দুপুরে নড়াইল চৌরাস্তায় রেডক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান। বিশেষ অতিথি পুলিশ সুপার নড়াইল প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

রেড ক্রিসেন্ট সোসাইটিট জেলা ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে দিক-নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন বিশেষ অতিথি নড়াইলের সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, রেড ক্রিসেন্ট সোসাইটি, ইউনিটের সাধারন সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু প্রমুখ।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে ঢাকা থেকে প্রাপ্ত ২টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, ৮টি অক্সিজেন সিলিন্ডার, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের দেওয়া ১টি ও এবিএম আব্দুল আলীর দেওয়া ১টি অক্সিজেন সিলিন্ডার সহ মোট ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে কার্যক্রম শুরু করা হয়।