নিজস্ব প্রতিনিধি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব -৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত ১২ জুলাই সোমবার রাত ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন ধানশুরা এলাকায় অপারেশন পরিচালনা করে।
উক্ত অভিযানে, ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন, ০১ টি মোবাইল, ০২ টি সীমকার্ড, ০১ টি মেমোরিকার্ডসহ মোঃ মিজানুর রহমান (২৫), পিতা-মোঃ আব্দুল মাজিদ, সাং-বজরাটেক, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করেন। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)