সোহরাওয়ার্দীর সামনে গাড়ি চাপায় মৃত্যু বরনকারী পুলিশ সদস্যকে গার্ড অফ অনার প্রদান

অপরাধ

আজকের দেশ রিপোর্ট : রাজধানীর শেরে বাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে গাড়ি চাপায় মৃত্যুবরণকারী শহীদ পুলিশ কনস্টবল হেলাল উদ্দিনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন মসজিদের সামনে এবং পরবর্তিতে গাজীপুর কালিয়াকৈরে মরহুমের নিজ বাসভবনে গার্ড অফ অনার প্রদান করা হয়।


বিজ্ঞাপন

(গত রোববার ১ আগস্ট, বেলা ১১টায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছিলেন হেলাল উদ্দন।

এমতবস্থায় মাইক্রোবাস চালক বিল্লালের গাড়িকে সিগন্যাল দিলে সে সিগন্যাল অমান্য করে ট্রাফিক পুলিশ হেলাল উদ্দিনের ওপর গাড়ি তুলে দেয়।

আহত পুলিশ কনস্টেবল হেলালকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে বেলা ১১টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।)

ঘটনায় অভিযুক্ত মাইক্রোবাস চালক বিল্লাল মুন্সিকে (৪৫) ফরিদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।