নীলফামারিতে শেখ কামালের ৭২ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক, কৃতি ক্রীড়াবিদ ও সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি,আলোচনা সভা ও প্রবীণ ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।


বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা,শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা ও প্রবীণ ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম, দেওয়ান কামাল আহমেদ,মেয়র-নীলফামারী পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা, জয়নাল আবেদীন, চেয়ারম্যান, জেলা-পরিষদ,নীলফামারী, মোছাঃ লিজা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, নীলফামারী সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ‌।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাফিজুর রহমান চৌধুরী,জেলা প্রশাসক,নীলফামারী ।