নড়াইলে ৩৩৩ নম্বরে কল করে ৭২জন পেয়েছেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

সারাদেশ

সৈয়দ রমজান, মির্জাপুর,নড়াইল : নড়াইলে করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন চলাকালে কর্মক্ষম ও ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী দোকান মালিক সহ ৭২জন অসহায় মানুষ ৩৩৩ নম্বরে ফ্রি কল করে জি আর প্রকল্পের প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়েছেন, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকাল ১১ টার দিকে নড়াইল গভমেন্ট স্কুল চত্তরে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসব খাদ্য সহায়তা তুলে দেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট সুমি মজুমদার,জেলা ত্রান ও দুর্যোগ কার্যালয়ের ডি আরও মোঃ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা,নড়াইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এসমোতারা সহ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগী সেচ্ছাসেবী কর্মী বৃন্দ ও নড়াইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।

পরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেড সুমি মজুমদার নড়াইল জেলার আমিন টিভির প্রতিনিধি কে বলেন করোনার সংক্রমণ প্রতিরোধে সারাদেশে লকডাউন চলছে। লকডাউনে কর্মক্ষম ও ক্ষতিগ্রস্থরা খাদ্য সহায়তার জন্য যারা ৩৩৩ নম্বরে ফ্রি কল করছেন। তাদেরকে আমরা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।
তাছাড়া বাড়িতেও পৌছে দেয়া হচ্ছে এসকল ত্রান সামগ্রী।