যশোরে ১ প্রতারক গ্রেফতার

অপরাধ

সেনাবাহিনীতে চাকরীর নিয়োগপত্রের জাল সনদ, আইডি কার্ড, স্ট্যাম্প জব্দ


বিজ্ঞাপন

মো. সুমন হোসেন, যশোর : ঘটনার বিবরনে জানা গেছে যশোর কোতয়ালী থানাধীন রাজাপুর সাকিনের মোঃ রবিউল ইসলামের ছেলে মধু হোসেন (২৪) কে সেনাবাহিনীর “মালি” পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ৯ জুন ৬ লক্ষ টাকা নিয়ে সেনাবাহিনীর “মালি” পদে ভুয়া নিয়োগপত্রসহ ভুয়া আইডিকার্ড প্রদান করে।


বিজ্ঞাপন

মধুকে নিয়ে ঢাকা ক্যান্টোনমেন্টে যায় এবং যশোর সেনানিবাসে বদলী হওয়ার কথা বলে বাড়িতে পাঠিয়ে দেয় প্রতারক চক্র।

এই সংক্রান্তে রবিউল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলায় দায়ের করেন যা কোতোয়ালি থানার মামলা নং-৩৪, তাং- ০৮/০৮/২০২১ইং, ধারা-১৭০/৪১৭/৪১৯/৪৬৮/৪৭১/৩৪ পেনাল কোড।

মামলাটি গুরুত্বপূর্ন ও স্পর্শকাতর হওয়ায় জেলার পুলিশ সুপার এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা তদন্তভার গ্রহণ করে।

গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম এর নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোলাইমান আক্কাস মামলার তদন্তভার গ্রহন করে।

পুলিশ সুপার এর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন/ক্রাইম) যশোর “ক” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন গনদের তত্ত্বাবধানে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে এসআই সোলাইমান আক্কাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ৮ আগস্ট রাত সাড়ে ৩ টার সময় কোতয়ালী থানাধীন গহেরপুর সাকিনে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সদস্য কামাল হোসেন (৫০) কে আটক করতে সক্ষম হন।

ধৃত আসামী নাম মোঃ কামাল হোসেন (৫০), পিতামৃত- বাক্কার মোল্লা, সাং- গহেরপুর, থানা- কোতয়ালী, জেলা-যশোর।

গ্রেফতার কৃত আসামির নিকট থেকে উদ্ধারকৃত আলামত হিসেবে নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সেনাবাহিনীর “মালি” পদে ভুয়া নিয়োগপত্র এবং ভুয়া আইডিকার্ড পাওয়া গেছে। উক্ত আসামির বিরুদ্ধে আইনানুসারে ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।