নিজস্ব প্রতিনিধি : পাকশী বিভাগ কর্তৃক পরিচালিত গতকালের অভিযানে টিকিট না কাটায় ১ হাজার যাত্রীকে ফেরত দেয়া হলো রেলস্টেশন থেকে, ৩৩০ জনকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা।
চিত্রা এক্সপ্রেস ট্রেনে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী জনাব মোঃ নাসির উদ্দিন। ঈশ্বরদী স্টেশনে সহকারি বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, খুলনা স্টেশনে এরিয়া অপারেটিং ম্যানেজার মজিবর রহমান, রাজশাহীর স্টেশনে স্টেশন ম্যানেজার আব্দুল করিম, সান্তাহার স্টেশন ট্রাফিক ইনস্পেক্টর হাবিবুর রহমান, পোড়াদহ স্টেশন শফিকুর রহমান ও নুরুল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে দীর্ঘদিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকার পর গত ১১/৮/২০২১ তারিখে ৩৮ জোড়া আন্তঃনগর ও ২০ জোড়া কমিউটার/ মেইল/ এক্সপ্রেস ট্রেন অপারেশন পুনরায় শুরু হয়।