জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় ২জন কালোবাজারীকে আটক করেছে র্যাব-১৪। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

২৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে জামালপুর স্টেশন এলাকা থেকে র্যাবের একটি অভিযানিক দল শ্রেষ্ঠ ও চিহ্নিত টিকিট কালোবাজারী লিটন ও সুমনকে কালোবাজারি টিকিট বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক লিটনকে ২ মাসের এবং সুমনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় তাদের কাছ থেকে তিস্তা ও যমুনা ট্রেনের ২৭টি আসনের টিকিট উদ্ধার করা হয়। র্যাব জানায় এরকম অভিযান অব্যাহত থাকবে।
