আজকের দেশ রিপোর্ট : শুরু হলো বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল ২০২১। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি ও সাইবার নিরাপত্তার ধারণা দেওয়ার জন্য বিজিডি ই-গভ সার্ট এই সাইবার ড্রিলের আয়োজন করে। ২৩-২৪ আগস্ট ২০২১ তারিখে দুইদিন ব্যাপী আয়োজিত এ ড্রিলে ২৮০টির বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। উক্ত সাইবার ড্রিলে দেশের ১ হাজার ৪০০-এর বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে এবারের সাইবার ড্রিল। প্রতিযোগিতা শেষে চূড়ান্ত ফলাফল জানানো হবে। এছাড়াও তাৎক্ষণিক ফলাফল দেখা যাবে এ ওয়েবসাইটে