নিজস্ব প্রতিনিধি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রাতিষ্ঠানিক শিক্ষা অল্প হলেও বই পড়ার প্রতি তার আগ্রহ ছিল।

একজন মানুষ স্বল্প শিক্ষিত, প্রাতিষ্ঠানিক তেমন কোনও শিক্ষা পাননি, ১০ বছর বয়সের পর বাড়িতেই পড়েছেন। নিজে গিয়ে নিউ মার্কেট থেকে বই কিনে নিয়ে আসতেন।

স্বামী মুজিব যখন জেলখানা থেকে চিঠি লেখেন, চিঠিতে ছেলেমেয়েদের লেখাপড়ার কথা বলেন, ‘হাসু ও কামাল যেনও লেখাপড়া করে।

’ একই সঙ্গে তাঁর স্ত্রীকেও বলতেন, ‘তুমি পড়াশোনাটা করবে।
’ বঙ্গমাতার পড়াশোনা করার যে কেবল আগ্রহ ছিল তা-ই নয়, বঙ্গবন্ধুও তাকে পড়াশোনায় অনুপ্রাণিত করতেন।
বঙ্গবন্ধু বার্ট্রান্ড রাসেলের লেখা ইংরেজিতে পড়ে সেটা অনুবাদ (বাংলায়) করে স্ত্রীকে শোনাতেন।’’