শরীয়তপুরে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারনা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ২৭ আগস্ট শুক্রবার ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর দিকনির্দেশনায় ও পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান এর তত্ত্বাবধানে জেলার সকল থানা ও বিট এলাকার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধ, ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধ, বিট পুলিশিং কার্যক্রম এবং চলমান বর্ষায় পানি বাহিত রোগ ও মাদক প্রতিরোধকল্পে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারনা করা হয়।


বিজ্ঞাপন

এ সময় মসজিদে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন আসাদুজ্জামান হাওলাদার, অফিসার ইনচার্জ, সখিপুর থানা, শরীয়তপুর, মোঃ শরীফ আহমেদ, অফিসার ইনচার্জ, ডামুড্যা থানা, শরীয়তপুরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।