বরিশালে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার ৪ সেপ্টেম্বর ভোর রাত ৫ টার সময় নগর গোয়েন্দা বিএমপি’র একটি চৌকস টিম এয়ারপোর্ট থানাধীন করমজা সাকিনস্থ রাজু হাওলাদার ওরফে রাজার দুই তলা টিনসেড ঘরে অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনায়এয়ারপোর্ট থানাধীন করমজা এলাকার মৃত খলিল হাওলাদার ও আয়শা বেগম এর ছেলে রাজু হাওলাদার ওরফে রাজা (৩০) ও একই থানাধীন রায় নলকরাপুর এলাকার মৃত কাশেম আলী ও মাতা নুরজাহান বেগম এর ছেলে মোঃ আবব্দুল মালেক’(২৮) কে ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন