নিজস্ব প্রতিনিধ : গতকাল সোমবার ৬ সেপ্টেম্বর তারিখ পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী এর কনফারেন্স রুমে বিকাল ৪ টায় পুলিশ সুপার, নীলফামারী, মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে গতকাল সোমবার মাসিক অপরাধ ও পর্যালোচনা সভার শুরুতে পুলিশ সুপার,নীলফামারী (আগস্ট-২০২১) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য প্রদত্ত পুরস্কার অফিসারদের হাতে তুলে দেন।
জুলাই/২০২১ খ্রিঃ মাসে রেঞ্জ ডিআইজি অফিস, রংপুর থেকে পুরস্কার ও সার্টিফিকেট প্রাপ্ত অফিসারদের নামের তালিকা যথাক্রমে, শ্রেষ্ঠ বিট অফিসারঃ মোঃ আবদুল্লাহ আল নোমান,এসআই (নিরস্ত্র), কিশোরগঞ্জ থানা, নীলফামারী।
বিশেষ পুরুস্কারঃ মোঃ আবদুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জেলা গোয়েন্দা শাখা, নীলফামারী।
( নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের নায়েক, জলঢাকা থানাকে গোপন সংবাদের ভিত্তিতে সুকৌশলে গ্রেফতার করার কৃতিত্ব সংক্রান্তে)
জুন/২০২১ খ্রিঃ মাসে রেঞ্জ ডিআইজি অফিস, রংপুর থেকে সার্টিফিকেট প্রাপ্ত অফিসারদের নামের তালিকা যথাক্রমে, শ্রেষ্ঠ বিট অফিসারঃ মোঃ রেজাউল ইসলাম এসআই (নিরস্ত্র) কিশোরগঞ্জ থানা, নীলফামারী।
শ্রেষ্ঠ এসআইঃ পরিতোষ চন্দ্র বর্মণ এসআই (নিরস্ত্র), নীলফামারী থানা, নীলফামারী।
বিশেষ পুরষ্কারঃ ইন্দ্র মোহন রায় এসআই (নিরস্ত্র), সৈয়দপুর থানা, নীলফামারী।
(সংগোপনে ব্লেড দ্বারা কেটে শপিং ব্যাগে থাকা ৩,৮০,০০০/- টাকা চুরি, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত আসামীদের গ্রেফতার ও তাদের ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন)
বিশেষ পুরস্কারঃ মোঃ ফজলুর রহমান পুলিশ পরিদর্শক (তদন্ত), জলঢাকা থানা, নীলফামারী।
(স্বল্প সময়ের মধ্যে সুদের টাকা লেনদেনের জেরে হত্যা মামলার রহস্য উদঘাটন পূর্বক তদন্তে প্রাপ্ত মূল আসামিকে গ্রেফতার করে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন)।
নীলফামারী জেলা হতে আগস্ট/২০২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ০৯ জন পুরস্কৃত হন।
পুরস্কৃতরা যথাক্রমে , শ্রী স্বপন কুমার রায় এএসআই(নিরস্ত্র) নীলফামারী কোট, নীলফামারী। (আগস্ট/২০২১ মাসে আদালতের বিচারিক মামলা, মালখানার আলামত রক্ষণাবেক্ষণ এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য )
মোঃ মনির হোসেন জীবন এসআই (নিরস্ত্র), নীলফামারী থানা, নীলফামারী। (আগস্ট/২০২১ মাসে নীলফামারী থানার মামলা নং-০৪ তাং-০৬/০৮/২০২১, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড সংক্রান্তে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের মূলহোথা গ্রেফতার সংক্রান্তে)
মোঃ মকবুল হোসেন এসআই (নিরস্ত্র), ডিমলা থানা, নীলফামারী।
(আগস্ট/২০২১ খ্রিঃ মাসে ডিমলা থানার মামলা নং-২৮, তাং-২৯/০৮/২০২১, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড সংক্রান্তে চুরি মামলার রহস্য উদঘাটন আসামী গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার সংক্রান্তে)।
মোঃ আখতারুজ্জামান এসআই (নিরস্ত্র) ডিমলা থানা, নীলফামারী।
(আগস্ট/২০২১ মাসে ডিমলা থানার মামলা নং-২৮, তাং-২৯/০৮/২০২১ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড সংক্রান্তে চুরি মামলার রহস্য উদঘাটন আসামী গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার সংক্রান্তে)।
মোঃ রেজাউল করিম এসআই (নিরস্ত্র) সৈয়দপুর থানা, নীলফামারী।
(আগস্ট/২০২১ খ্রিঃ মাসে সোয়দপুর থানার মামলা নং-২০ তাং-১৩/০৮/২১, ধারা-৪১৩ পেনাল কোড সংক্রান্তে চোরাই গরু উদ্ধারসহ আসামী গ্রেফতার ও বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারার জবানবন্দি প্রদান সংক্রান্ত)।
মোঃ রেজাউল ইসলাম এসআই (নিরস্ত্র) কিশোরগঞ্জ থানা, নীলফামারী। (আগস্ট/২০২১ খ্রিঃ মাসে কিশোরগঞ্জ থানার মামলা নং-১৮ তাং-২৭/০৮/২০২১ খ্রিঃ ধারা-৩২৮/৩০৭/৩৭৯/৫১১ পেনাল কোড সংক্রান্তে চোরাই মালামাল উদ্ধারসহ আসামি গ্রেফতার সংক্রান্তে)।
অপূর্ব চন্দ্র সরকার এসআই (নিরস্ত্র) কিশোরগঞ্জ থানা, নীলফামারী।
(আগস্ট/২০২১খ্রিঃ মাসে উঠান বৈঠক/সভা-৭৫ টি, ভাড়াটিয়ার কেয়ার টেকারের তালিকা সংগ্রহ ২০ টি, বিট পুলিশিং এর মাধ্যমে জমি-জমা বিরোধ নিষ্পত্তি ০৩টি, বি-রোল ইস্যু/প্রসিকিউশন দাখিলের সংখ্যা-০২টি এবং মসজিদ মন্দির পরিদর্শন এর সংখ্যা ২৫টি)।
সৈয়দ মমিনুল ইসলাম,টিএসআই, সদর ট্রাফিক,নীলফামারী।
(আগস্ট/২০২১ খ্রিঃ মাসে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট আইনে অধিক প্রসিকিউশন সংক্রান্তে)।
মোঃ জাহিদ হাসান এসআই (নিরস্ত্র) অপরাধ শাখা, পুলিশ অফিস, নীলফামারী।
(আগস্ট/২০২১ খ্রিঃ মাসে অপরাধ শাখার বিভিন্ন দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য।)
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী, মোহাম্মদ সারোআর আলম,অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর-সার্কেল, নীলফামারী, এ.এস.এম. মুক্তারু জ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল), নীলফামারী, আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সিনিয়র,সহকারি পুলিশ সুপার, ডোমার-সার্কেল, নীলফামারী সহ সকল থানার অফিসার ইনচার্জ,ওসি ডিবি, ডিআইও ১, কোর্ট পুলিশ পরিদর্শক,ট্রাফিক পুলিশ পরিদর্শক, পুলিশ পরিদর্শক ক্রাইম সহ জেলার বিভিন্ন ইউনিটের পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।