নিজস্ব প্রতিবেদক : চলতি একাদশ জাতীয় সংসদের (পৌনে ৩ বছর) এ পর্যন্ত করোনা ও নানাবিধ অসুস্থতায় ১৯ জন সংসদ সদস্য মারা গেছেন। এর আগে সংসদের ইতিহাসে এত স্বল্প সময়ের ব্যবধানে এত সংখ্যক সংসদ সদস্যের মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি সংসদে মৃতদের মধ্যে- ১৭ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের, ২ জন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির। এরমেধ্য ৪ জন করোনায় মারা যান।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
তথ্য মতে, গতকাল সোমবার নানা স্বাস্থ্যগত জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী।
২০১৯ সালে মারা যাওয়াদের মধ্যে ৩ জানুয়ারি কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ৯ জুলাই মারা যান আওয়ামী লীগের এমপি রুশেমা বেগম (মহিলা আসন-৩৪), ১৪ জুলাই সংসদের বিরোধীদলীয় নেতা, দেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ, ৭ নভেম্বর বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি চট্টগ্রাম-৮ মঈন উদ্দীন খান বাদল ও ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের এমপি গাইবান্ধা-৩ আসনের মো. ইউনুস আলী সরকার রয়েছেন।
২০২০ সালে মারা যাওয়াদের মধ্যে ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন, ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের আবদুল মান্নান, ২১ জানুয়ারি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী যশোর-৬ আসনের ইসমাত আরা সাদেক, ২ এপ্রিল মারা যান সাবেক ভূমিমন্ত্রী পাবনা-৪ আসনের শামসুর রহমান শরীফ, ৬ মে ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লা, ১৩ জুন সংসদ সদস্যদে মধ্যে সর্বপ্রথম করোনায় মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম, ১০ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-১৮ আসনের সাহারা খাতুন এবং ২৭ জুলাই করোনায় মারা যান নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম রয়েছেন।
এছাড়া চলতি বছরে মারা যাওয়াদের মধ্যে ১১ মার্চ সিলেট-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আসলামুল হক, ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু, ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এবং ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের হাসিবুর রহমান স্বপন রয়েছেন।
উল্লেখ্য, দশম সংসদের পুরো ৫ বছরের মেয়াদে দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও একজন বিরোধীদলীয় হুইপসহ ১৫ জন এমপি মারা যান। তাদের মধ্যে ১২ জন আওয়ামী লীগের। ৩ জন ছিলেন জাতীয় পার্টির সদস্য।