নেত্রকোনায় ৩৬,৮০,০০০টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক ৩৬,৮০,০০০/- টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

বুধবার ১৫ সেপ্টেম্বর বিজিবি’র নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ মুন্সিপাড়া বিওপিতে কর্মরত নম্বর-৫৮৪৩৯ হাবিলদার মোঃ কামরুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৩৯/৯-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইগড়া নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে।

উক্ত তথ্য অনুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীদেরকে মাথায় করে মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনাস্থল হতে ভারতীয় স্কীন শাইন ক্রীম- ১১,৫০০ পিস (২৫ কার্টুন) জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য-৩৬,৮০,০০০/- (ছত্রিশ লক্ষ আশি হাজার) টাকা।


বিজ্ঞাপন

জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। উক্ত অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন

 

 

👁️ 15 News Views