বিট এলাকায় জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর বিকেল ৪ টায় ৩২ ও ৩৩ নং বিট এলাকার ২৩ নং ওয়ার্ড বিসিসি, দারগাবাড়ি সংলগ্ন আল আকসা মসজিদ প্রাঙ্গণে কোতোয়ালি মডেল থানা কর্তৃক জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার।


বিজ্ঞাপন

সভায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত ও সমাজের সু শাসন, শৃঙ্খলা রক্ষায় বিট এলাকায় ভালো লোক, মন্দ লোক, ওয়ারেন্টধারী, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহায়তা কামনা করে চুরি ছিনতাই ও মাদক বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আলোচনা করা হয়।

অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ নুরুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে উক্ত সভায় এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা বিএমপি শারমিন সুলতানা রাখী, সংশ্লিষ্ট বিট অফিসার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ।