জলঢাকা থানার অফিসার ইনচার্জের মানবিক উদ্যোগ

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর মাদক ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান @মোস্তা (৩২), গ্রামঃ বটতলা ডালিয়া রোড,থানা-জলঢাকা, জেলা- নীলফামারী।


বিজ্ঞাপন

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ গ্রহণ করায় তাৎক্ষনিক ভাবে জলঢাকা থানার অফিসার ইনচার্জ, মোঃ ফিরোজ কবির এর উদ্যোগে সৎ পথে ব্যবসা করে জীবিকা নির্বাহ করার জন্য তাকে ৫ কেজি বাদাম কিনে দেন।

এ সময় অফিসার ইনচার্জ জলঢাকা থানা জলঢাকা থানা বাসি তথা সকলের উদ্দেশ্যে বলেন
মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম এর নির্দেশনায় নীলফামারী জেলাকে অপরাধ মুক্ত রাখতে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ,নীলফামারী। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কঠোর জলঢাকা থানা পুলিশ।

সবশেষে অফিসার ইনচার্জ বলেন যারা মাদক ব্যবসা থেকে সরে এসে সাধারণ জীবন যাপন করবেন তাদেরকে পর্যায়ক্রমে পুর্নবাসন করা হবে। আর যারা এ পেশা ছাড়তে পারবেন না তাদের জায়গা হবে জেলখানা।