কক্সবাজারে ১,৫০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের ঘুমধুম বিওপি কর্তৃক ৪,৫০,০০,০০০/- (চার কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ১,৫০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

শুক্রবার ২৪ সেপ্টেম্বর বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ০৩ টা ৩০ মিনিটে ঘুমধুম বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপির উখিয়া হিন্দুপাড়া এলাকায় অবস্থান গ্রহণ করে।


বিজ্ঞাপন

পরবর্তীতে কয়েক জন ইয়াবা ব্যবসায়ী পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দৌড়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।


বিজ্ঞাপন

অতঃপর টহলদল ঘটনাস্থল হতে লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশী করে আনুমানিক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

যার আনুমানিক সিজারমূল্য ৪,৫০,০০,০০০/- (চার কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।