নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত গণটিকা কার্যক্রমে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)।
করপোরেশনের ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে একযোগে সকাল ৯টায় এই টিকা কার্যক্রম শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ৩৫০ জন করে মোট ২৬ হাজার ২৫০ জন ব্যক্তিকে টিকার প্রথম ডোজ প্রয়োগের লক্ষ্যমাত্রা থাকলেও ২৮ হাজার ৭০২ জন ব্যক্তিকে টিকা দেওয়া হয়।
এরমধ্যে ১৫ হাজার ৮৭৫ জন পুরুষ ও ১২ হাজার ৮২৭ জন মহিলা এ টিকা নিয়েছেন।
অঞ্চল-১ এ দুই হাজার ৪৩১ জন, অঞ্চল-২ এ ৪ হাজার ৮৬২ জন, অঞ্চল-৩ এ ৪ হাজার ১১৫ জন, অঞ্চল-৪ এ তিন হাজার ৬৬৮ জন, অঞ্চল-৫ এ ৬ হাজার ৯৩৩ জন, অঞ্চল-৬ এ এক হাজার ৪৪৫ জন, অঞ্চল-৭ এ এক হাজার ৫০ জন, অঞ্চল-৮ এ এক হাজার ৩৯৮ জন, অঞ্চল-৯ এ এক হাজার ৪০০ জন এবং অঞ্চল-১০ এ এক হাজার ৪০০ জনকে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে।
এই টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতা করায় সম্মানিত টিকাগ্রহীতা, সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্বেচ্ছাসেবা প্রদান করা ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাই।