নিজস্ব প্রতিনিধি : বুধবার ২৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় বরিশাল মহানগর পুলিশের দক্ষিণ বিভাগ কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
পরিদর্শনকালে তিনি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য সকলকে নির্দেশ প্রদান করে বলেন, পুলিশ সার্ভিস কোন চাকুরী নয়; এটা একটা সেবা।
তাই দেশ সেবার ব্রত নিয়ে দেশ ও মানুষের কল্যাণে আমাদেরকে সর্বদা কাজ করে যেতে হবে।
দেশ ও জাতির যেকোনো সংকটময় পরিস্থিতিতে পেশাদারিত্ব ছাড়িয়ে মানবিকভাবে অতীতের ন্যায় তাদের পাশে থাকতে হবে।
এছাড়াও তিনি উপস্থিত সকল পুলিশ সদস্যদের কে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালি/বন্দর জোন শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার/এস্টেট ট্রান্সপাের্ট মােঃ ইব্রাহীম, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা নূরুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ বন্দর থানা আসাদুজ্জামান সহ অন্যান্য অফিসারবৃন্দ।