দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযান

অপরাধ

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৬টি অভিযোগের বিষয়ে (১টি অভিযান, ৫ দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে


বিজ্ঞাপন

বিশেষ প্রতিনিধি : রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ০৩ নং পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর বিরুদ্ধে এলজিএসপি এবং কাবিটা প্রকল্পের বিভিন্ন প্রকল্পের কাজ না করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।


বিজ্ঞাপন

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এর সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে গতকাল বুধবার ২৯ সেপ্টেম্বর এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুদক টিম সরেজমিনে নিরপেক্ষ প্রকৌশলীর সহায়তায় দৈবচয়ন ভিত্তিতে কয়েকটি প্রকল্প যেমন: কবরস্থানের দেয়াল নির্মাণ, মাটি ভরাট, কবরস্থানের যাওয়ার রাস্তা নির্মাণ, সাবমারসিবল পাম্প স্থাপন প্রভৃতি পরিদর্শন করে। পরিদর্শনকালে টিমের নিকট কয়েকটি প্রকল্পে কিছু অনিয়মের চিত্র পরিলক্ষিত হয়।

এছাড়া, দুদক টিম ইউনিয়ন পরিষদ কর্তৃক জনগণের নিকট থেকে আদায়কৃত করের কয়েকটি রশিদ পরীক্ষা করে। প্রাথমিকভাবে এসব রশিদ ভুয়া মর্মে প্রতীয়মান হয়।

টিম অধিকতর বিচার-বিশ্লেষণের জন্য প্রকল্প সংশ্লিষ্ট নথি এবং কর আদায়ের রশিদ সংগ্রহ করেছে। সংগৃহীত প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণপূর্বক কমিশনে প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৫টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।