গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ টান নিষিদ্ধ পলিথিন ধংস ও ২ লাখ টাকা জরিমানা

অপরাধ

গাজীপুর প্রতিনিধি : গত মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসন, গাজীপুর ও পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে গাজীপুর জেলার টঙ্গীর সাতাইশ এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন ।


বিজ্ঞাপন

এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয় ও মজুদের অপরাধে মেসার্স দোলন এন্টারপ্রাইজের মালিক মো: দুলাল মিয়া কে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে এবং আনুমানিক সর্বমোট ৩ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে ও ফ্যাক্টরি সিলগালা করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নয়ন মিয়া, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও টঙ্গী পশ্চিম থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।